• গুরুত্বপূর্ণ কিছু মৌলের নাম

    গুরুত্বপূর্ণ কিছু মৌলের নাম প্রতীক যোজনী পারমাণবিক সংকেত পারমাণবিক ভর এবং আনবিক ভর

  • প্রাণিবিজ্ঞান

    প্রাণী সম্মন্ধে গুরুত্বপূর্ণ কিছু তথ্য- প্রাণিবিজ্ঞান

  • ছোট্ট একটি গল্প দিয়েই মনে রাখুন রবিন্দ্রনাথ ঠাকুরের ১৩টি উপন্যাস

    ছোট্ট একটি গল্প দিয়েই মনে রাখুন রবিন্দ্রনাথ ঠাকুরের ১৩টি উপন্যাস

Saturday, June 11, 2016

বাংলা ১ম পত্রের ‘লাল গরুটা’ গল্প


১. নিধিরামের বউ কেমন পরিবারের মেয়ে?
ক. গরিব খ. চাষি
গ. চাকরিজীবী ঘ. ব্যবসায়ী

২. ‘লাল গরুটার সাদা সরল মন’—এ কথা দ্বারা বোঝানো হয়েছে—
ক. গরুটি বুদ্ধিমান খ. গরুটি বয়সে বৃদ্ধ
গ. গরুটি শান্ত মেজাজের
ঘ. গরুটি অত সব বোঝে না

৩. সত্যেন সেনের জন্ম কত খ্রিষ্টাব্দে?
ক. ১৯০৭ খ্রিষ্টাব্দে খ. ১৯০৮ খ্রিষ্টাব্দে
গ. ১৯০৯ খ্রিষ্টাব্দে ঘ. ১৯১০ খ্রিষ্টাব্দে

৪. সত্যেন সেন কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ঢাকার কেরানীগঞ্জ থানায়
খ. চাঁদপুরের ফরিদগঞ্জ থানায়
গ. বিক্রমপুরের টঙ্গীবাড়ি থানায়
ঘ. বিক্রমপুরের শ্রীনগর থানায়

৫. লাল গরুটা গল্পের লেখক কে?
ক. শওকত ওসমান খ. বনফুল
গ. সত্যেন সেন ঘ. এস ওয়াজেদ আলী

৬. সত্যেন সেনের গ্রামের নাম কী?
ক. শ্যামনগর খ. সোনারং
গ. সোনারগাঁও ঘ. সাতরং

৭. নোবেল বিজয়ী অমর্ত্য সেন সত্যেন সেনের কী হন?
ক. ভাগনে খ. মামা
গ. বড় ভাই ঘ. চাচা

৮. সত্যেন সেন দীর্ঘ সময় ব্যয় করেছেন কোন কাজে?
ক. মাঝিদের উন্নয়নে খ. শ্রমিকদের উন্নয়নে
গ. জেলেদের উন্নয়নে ঘ. কৃষকদের উন্নয়নে

৯. শিশুদের বিজ্ঞানমনস্ক করেছেন কে?
ক. মনমোহন সেন খ. মুরারীমোহন সেন
গ. সত্যেন সেন ঘ. অমর্ত্য সেন

১০. সত্যেন সেন উপন্যাস লিখেছেন কতটি?
ক. ১৫টি খ. ১৬টি গ. ১৭টি ঘ. ১৮টি

১১. সত্যেন সেন একুশে পদক লাভ করেন কখন?
ক. মৃত্যুর পর খ. বিদেশে অবস্থানকালে
গ. ছাত্রাবস্থায় ঘ. কর্মজীবনে

১২. সত্যেন সেন মারা যান কত সালে?
ক. ১৯৮১ সালে খ. ১৯৮২ সালে
গ. ১৯৮৩ সালে ঘ. ১৯৮৪ সালে

১৩. সত্যেন সেন একই বছর কোন দুটি পুরস্কার লাভ করেন?
ক. বাংলা একাডেমি ও স্বাধীনতা পুরস্কার
খ. বাংলা একাডেমি ও আদমজী পুরস্কার
গ. আদমজী ও একুশে পদক
ঘ. বাংলা একাডেমি ও একুশে পদক

১৪. সত্যেন সেন একুশে পদক লাভ করেন কত সালে?
ক. ১৯৮৮ সালে খ. ১৯৮৬ সালে
গ. ১৯৮৫ সালে ঘ. ১৯৭৪ সালে

১৫. সত্যেন সেন মরণোত্তর কোন পদক লাভ করেন?
ক. বেগম রোকেয়া স্বর্ণপদক
খ. নাসিরউদ্দিন স্বর্ণপদক
গ. একুশে পদক
ঘ. বাংলা একাডেমি পুরস্কার

১৬. ‘কসাই’ কারা?
ক. যারা খুব নিষ্ঠুর খ. যাদের আচরণ খুব খারাপ
গ. যারা গবাদিপশু জবাই করে
ঘ. যারা দর-কষাকষি করে

১৭. ‘যারা কোনো কাজের নয়’—এককথায় তাদের কী বলে?
ক. কেজো খ. নির্বোধ
গ. অলস ঘ. অকর্মা

১৮. ‘সটান’ মানে কী?
ক. সোজাসুজি খ. বিরতিহীন
গ. টানাটানি ঘ. আড়াআড়ি

১৯. এক ক্রোশে কত মাইল?
ক. তিন মাইল খ. দুই মাইলের কিছু বেশি
গ. এক মাইলের কিছু বেশি ঘ. এক মাইল

২০. ৮০০০ হাতে কতখানি দূর?
ক. তিন ক্রোশ খ. এক ক্রোশ
গ. চার মাইলের কিছু বেশি পথ ঘ. এক মাইল

২১. ‘তেজস্বী’ শব্দের সঠিক বাক্যরূপ কোনটি?
ক. আমি প্রতিদিন খাঁটি ও তেজস্বী খাবার খাই
খ. আমাকে একটু তেজস্বী খাবার দাও
গ. তেজস্বী বলরাম যেন ঠান্ডা জল হয়ে গেল
ঘ. লাল গরুটা তেজস্বী রং।

সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
লাল গরুটা
১. খ ২. ঘ ৩. ক ৪. গ ৫. গ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ক ১১. ক ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. গ

Wednesday, June 8, 2016

Write an Application: Prayer for a transfer certificate

Writing an Application: Prayer for a transfer certificate

 

16 October,2016
The Principal,
BN School & College, Dhaka
Dhaka-1206
Subject: Application for a transfer certificate
Sir,
I have the honor to state that I am a student of class Eight of your school. My father has been transferred to Khulna and our family has already shifted there. So, it would not be possible on my part to continue my studies in your institution.
I, therefore, pray and hope that your honor would be kind enough to issue me a transfer certificate at an early date so that I can get myself admitted into a school in Dhaka.

Your obedient pupil,
Y
Class: Eight
Sec: B
Roll: 1

জেনে নিন বাংলা বর্ণমালার সবকিছু

বাংলা বর্ণমালা
মোট বর্ণ আছে ৫০টি। (স্বরবর্ণ ১১টি + ব্যঞ্জণবর্ণ ৩৯টি)
(হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি) ৩৯টি (প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪টি)


স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি আছে ২৫টি (ক থেকে ম পর্যন্ত)
পূর্ণমাত্রাযুক্ত বর্ণ আছে ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)

অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)

মাত্রাহীন বর্ণ আছে ১০টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ৪টি) অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ

কার আছে এমন স্বরবর্ণ ১০টি ('অ' ছাড়া)

ফলা আছে এমন ব্যঞ্জণবর্ণ ৫টি (ম, ন, ব, য, র)

মূর্ধন্য/পশ্চাৎদন্ত্যমূলীয় ধ্বনি আছে ৯টি ('ট' বর্গীয় ধ্বনি + ষ, র, ড়, ঢ়)

দন্ত্য ধ্বনি আছে ৭টি ('ত' বর্গীয় ধ্বনি + স, ল)

অঘোষ ধ্বনি আছে ১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ, ষ, স)

ঘোষ ধ্বনি আছে ১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ)

অল্পপ্রাণ ধ্বনি আছে ১৩টি (প্রতি বর্গের ১ম ও ৩য় ধ্বনি + শ, ষ, স)

মহাপ্রাণ ধ্বনি আছে ১১টি (প্রতি বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি + হ)

নাসিক্য/অনুনাসিক ধ্বনি আছে ৮টি (প্রতি বর্গের ৫ম ধ্বনি + ং, ঁ, ও)

উষ্ম/শিস ধ্বনি ৪টি (শ, ষ, স, হ)

অন্তঃস্থ ধ্বনি ৪টি (ব, য, র, ল)

পাশ্বর্িক ধ্বনি ১টি (ল)

কম্পনজাত ধ্বনি ১টি (র)

তাড়নজাত ধ্বনি ২টি (ড়, ঢ়)

পরাশ্রয়ী ধ্বনি ৩টি (ং, ঃ, ঁ)

যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি ২টি (ঐ, ঔ)

যৌগিক স্বরধ্বনি ২৫টি

খ-ব্যঞ্জণ ধ্বনি ১টি (ৎ)

অর্ধস্বর ২টি (য, ব)

বিজ্ঞানের যত আবিস্কার ও আবিস্কারক

জ্ঞানের যত আবিস্কার ও আবিস্কারক


  1. কোষ আবিষ্কার করেন- রবার্ট হুক
  2. হোমিওপ্যাথির আবিস্কারক- এফ সি এফ হ্যানিমেন
  3. বসন্তের টিকা- এডওয়ার্ড জেনার
  4. অনুবীক্ষণ যন্ত্রের আবিস্কারক- লিউয়েন হুক
  5. মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা- এপিকালাচার
  6. মত্ চাষ বিষয়ক বিদ্যা- পিসিকালচার
  7. পাখিপালন বিদ্যা হল- এভিকালচার
  8. রেশম চাষ বিষয়ক বিদ্যা হল- সেরিকালচার
  9. কীটপতঙ্গ বিদ্যা- এন্টামোলজি
  10. বাস্তুসংস্থান বিদ্যা- ইকোলজি
  11. হাড় বিষয়ক চিকিত্সা বিঞ্জাণ- অস্টোলজি
  12. শারীরবিদ্যা- এনাটোমি
  13. রোগ জীবানু তত্ত্ব উদ্ভাবন করেন- লুইপাস্তুর
  14. পেনিসিলিয়াম আবিস্কার করেন- আলেক জেন্ডার ফ্লেমিং
  15.  পোলিও টিকার আবিস্কার করেন- জোনাস সক
  16.  জোনাস সক যুক্ত রাষ্ট্রের La Zola শহরে মারা যান
  17.  যক্ষা রোগের জীবানু আবিস্কার করেন- রবার্ট কখ্/
  18.  কৃত্রিম জিন আবিস্কার করেন- হরগোবিন্দ খোরানা
  19. ব্যাকটেরিয়া আবিস্কার করেন- লিউয়েন হুক
  20. বংশগতির জনক- মেন্ডেল
  21. প্রাণিজগতের উত্পত্তি বংশসম্বন্ধীয় বিদ্যাকে বলে- জেনেটিক্স
  22. বিবর্তন সম্পর্কিত বিদ্যা হল- ইভোলিউশন
  23. পাখি সম্পর্কিত বিদ্যা হল- অরনেথোলজি
  24. শৈবাল সম্পর্কিত বিদ্যা হল- ফাইকোলজি
  25. ছত্রাক সম্পর্কিত বিদ্যা হল- মাইকোলজি

রবিন্দ্রনাথ_ঠাকুরের প্রেমের গল্প সহজে মনে রাখার উপায়।

 
রবিন্দ্রনাথ_ঠাকুরের প্রেমের গল্প
সহজে মনে রাখার উপায়।
দূর আশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরীর
অধ্যাপক তার নষ্টনীড় জীবনের শেষের
রাত্রীর শেষ কথায় সমাপ্তি টেনে
স্ত্রীর কাছে পত্র লেখেন।
প্রেমর গল্প-
# ল্যাবরেটরী
# অধ্যাপক
# নষ্টনীড়
# শেষ রাত্রী
# সমাপ্তি
# স্ত্রীর_পত্র
# একরাত্রী
# দূরআশা
# দৃষ্টিদান

স্কুল-কলেজের গন্ডি না পেরোনো ৭ জন ব্যক্তি যারা জীবনে অনেক সফল ও বিখ্যাত হয়েছেন!!

. হেনরি ফোর্ড : ফোর্ড মটরস এর প্রতিষ্ঠাতা
১৮৬৩ সালে জুলাই এর ৩০ তারিখে মিশিগানের গ্রিন ফিল্ডে জন্ম গ্রহণ করেন তিনি  বাবা ছিলেন আইরিশ আর মা ব্রিটিশ  জীবনের প্রথম কাজ ঘড়ি মেরামতকারী হিসেবে শুরু করলেও লেখা-পড়া খুব একটা হয়ে উঠেনি  ১৬ বছর বয়সেই পড়াশুনার পাঠ চুকান তিনি

. বিল গেটস : মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের সিয়াটল শহরে ১৯৫৫ সালের ২৮ অক্টোবর জন্মগ্রহণ করেন উইন্ডোস এর জনক বিল গেটস  তার বাবা ভেবেছিলেন বিল ঠিক তার মত বড় হয়ে নামকরা একজন উকিল হবেন  হাভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ১৯ বছর বয়সেই তিনি নিজের সফটওয়্যার কোম্পানি খোলার স্বপ্ন নিয়েই পড়াশুনার অধ্যায় এর ইতি টানেন
. সচিন তেন্ডুলকর : ক্রিকেটের বরপুত্র
পুরো নাম সচিন রমেশ তেন্ডুলকর  জন্ম গ্রহণ করেছিলেন ২৪ এপ্রিল, ১৯৭৩ সালে  মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের সাথে টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলা এই খেলোয়াড়ের ইন্ডিয়াপাকিস্তান সিরিজের কারণে এস.এস.সি পরীক্ষায় আর অংশগ্রহন করা হয়নি  পড়াশুনা থেকে দুরে সরে গেলেও ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন ক্রিকেটের মাস্টার-ব্লাস্টার
. মার্ক যুকার্বার্গ : ফেইসবুকের প্রতিষ্ঠাতা
পুরো নাম মার্ক এলিয়ট যুকার্বার্গ , জন্ম ১৪ মে, ১৯৮৪ সাল  পৃথিবীর সবচেয়ে বড় এবং জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক ছোট বেলা থেকেই ছিলেন পড়াশুনার প্রতি অনাগ্রহী যদিও প্রোগ্রামিং এর প্রতি তার ছিল অশেষ এক ভালবাসা  হোস্টেলে বসে বানানো ফেইসবুক প্রজেক্টে চূড়ান্ত পর্যায়ে মনযোগ স্থাপন করার জন্য ১৯ বছর বয়সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনিও পড়াশুনার অধ্যায় থেকে বিদায় নেন
. আমির খান : বলিউডের প্রিয় মুখ
১৯৬৫ সালে জন্ম গ্রহণ করা আমির খানের পড়াশুনার শেষ অধ্যায় ছিল দ্বাদশ শ্রেণী পর্যন্ত  সিনেমায় ধীরে ধীরে মনযোগী এবং পিতা মাতার অভাব অনটনের কারণে শেষ পর্যন্ত শিক্ষা জগতে তার আর আগানো হয় নি
. স্টিভ জবস : Apple এর প্রতিষ্ঠাতা
পুরো নাম স্টিভেন পল জবস যিনি কলেজে মাত্র এক সেমিস্টার পড়াশুনা করার পরেই তিনি সিধান্ত নেন পড়াশুনা ছেড়ে দেবার তিনি ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারী তে জন্ম গ্রহণ করেন
. জেন কৌম: Whatsapp এর  প্রতিষ্ঠাতা
ফেইসবুক যখন Whatsapp কে কিনে নেই তখন এর মূল্য ছিল প্রায় . ডলার  যার প্রতিষ্ঠাতা ২০ বছর বয়সেই ঝড়ে পড়েছিলেন কলেজ জীবন থেকে শোনা যায় এক সময় তিনি ফেইসবুকে  চাকুরীর জন্য সাক্ষাত্কার দিতে গেলেও নির্বাচিত হননি

মানুষের ইচ্ছা শক্তিই তার ভবিষ্যতের রূপকার  এর জন্যই হয়তো বলা হয়সাফল্যতাই হচ্ছে সবচেয়ে বড় প্রশংসাপত্র (Success is the best Certificate).

জসীমউদ্দীন-এর কবিতা 'কবর'

 
এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা।
সোনালী ঊষায় সোনামুখে তার আমার নয়ন ভরি,
লাঙ্গল লইয়া ক্ষেতে ছুটিতাম গাঁয়ের ও-পথ ধরি।
যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত,
এ কথা লইয়া ভাবি-সাব মোর তামাশা করিত শত।
এমন করিয়া জানিনা কখন জীবনের সাথে মিশে,
ছোট-খাট তার হাসি-ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে।
বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা,
আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ।
শাপলার হাটে তরমুজ বেচি দু পয়সা করি দেড়ী,
পুঁতির মালা এক ছড়া নিতে কখনও হতনা দেরি।
দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে,
সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে !
হেস না–হেস না–শোন দাদু সেই তামাক মাজন পেয়ে,
দাদী যে তোমার কত খুশি হোত দেখিতিস যদি চেয়ে।
নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, ‘এতদিন পরে এলে,
পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁখি জলে।’
আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়,
কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়।
হাত জোড় করে দোয়া মাঙ্ দাদু, ‘আয় খোদা, দয়াময়,
আমার দাদীর তরেতে যেন গো ভেস্ত নাজেল হয়।’
তার পরে এই শুন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি,
যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি।
শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি
গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিনরাত জাগি।
এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে,
গাড়িয়া দিয়াছি কতসোনা মুখ নাওয়ায়ে চোখের জলে।
মাটিরে আমি যে বড় ভালবাসি, মাটিতে লাগায়ে বুক,
আয় আয় দাদু, গলাগলি ধরে কেঁদে যদি হয় সুখ।
এইখানে তোর বাপ্জী ঘুমায়, এইখানে তোর মা,
কাঁদছিস তুই ? কি করিব দাদু, পরান যে মানে না !
সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি,
বা-জান, আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি।
ঘরের মেঝেতে সপ্ টি বিছায়ে কহিলাম, বাছা শোও,
সেই শোওয়া তার শেষ শোওয়া হবে তাহা কি জানিত কেউ ?
গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম যবে বয়ে,
তুমি যে কহিলা–বা-জানেরে মোর কোথা যাও দাদু লয়ে?
তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে,
সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুখে।
তোমার বাপের লাঙল-জোয়াল দু হাতে জড়ায়ে ধরি,
তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিন-মান ভরি।
গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে,
ফাল্গুনী হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে।
পথ দিয়ে যেতে গেঁয়ো-পথিকেরা মুছিয়া যাইতো চোখ,
চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক।
আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি,
হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি।
গলাটি তাদের জড়ায়ে ধরিয়া কাঁদিত তোমার মা,
চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকল গাঁ।
উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি,
কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি।
তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাঁঝ,
হায় অভাগিনী আপনি পরিল মরণ-বীষের তাজ।
মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল, ‘বাছারে যাই,
বড় ব্যথা রল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই;
দুলাল আমার, দাদু রে আমার, লক্ষ্মী আমার ওরে,
কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে।’
ফোঁটায় ফোঁটায় দুইটি গণ্ড ভিজায়ে নয়ন-জলে,
কি জানি আশিস্ করি গেল তোরে মরণ-ব্যথার ছলে।
ক্ষণ পরে মোরে ডাকিয়া কহিল, ‘আমার কবর গায়,
স্বামীর মাথার ‘মাথাল’ খানিরে ঝুলাইয়া দিও বায়।’
সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে,
পরানের ব্যথা মরে না কো সে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে।
জোড়-মানিকেরা ঘুমায়ে রয়েছে এইখানে তরু-ছায়,
গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়ে।
জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো,
ঝিঁঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেসে ভাল।
হাত জোড় করে দোয়া মাঙ দাদু,’রহমান খোদা, আয়,
ভেস্ত নাজেল করিও আজিকে আমার বাপ ও মায়ে।’
এইখানে তোর বু-জীর কবর, পরীর মতন মেয়ে,
বিয়ে দিয়েছিনু কাজীদের ঘরে বনিয়াদী ঘর পেয়ে।
এত আদরের বু-জীরে তাহারা ভালবাসিত না মোটে।
হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে।
খবরের পর খবর পাঠাত, ‘দাদু যেন কাল এসে,
দু দিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে।
শ্বশুর তাহার কসাই চামার, চাহে কি ছাড়িয়া দিতে,
অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে।
সেই সোনামুখ মলিন হয়েছে, ফোটে না সেথায় হাসি,
কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিত ভাসি।
বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাত দিন,
কে জানিত হায়, তাহারও পরানে বাজিবে মরণ-বীণ!
কি জানি পচানো জ্বরেতে ধরিল আর উঠিল না ফিরে,
এইখানে তারে কবর দিয়াছি দেখে যাও দাদু ধীরে।
ব্যথাতুরা সেই হতভাগিনীরে বাসে নাই কেউ ভাল,
কবরে তাহার জড়ায়ে রয়েছে বুনো ঘাসগুলি কালো।
বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাতদিন,
পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারি বেদনার বীণ।
হাত জোড় করে দোয়া মাঙ দাদু,’আয় খোদা দয়াময়!।
আমার বু-জীর তরেতে যেন গো ভেস্ত নাজেল হয়।’
হেথায় ঘুমায় তোর ছোট ফুপু সাত বছরের মেয়ে,
রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বার বেয়ে।
ছোট বয়সেই মায়েরে হারায়ে কি জানি ভাবিত সদা,
অতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা।
ফুলের মতন মুখখানি তার দেখিতাম যবে চেয়ে,
তোমার দাদীর মুখখানি মোর হৃদয়ে উঠিত ছেয়ে।
বুকেতে তাহারে জড়ায়ে ধরিয়া কেঁদে হইতাম সারা,
রঙিন সাঁঝেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা।
একদিন গেনু গজ্নার হাটে তাহারে রাখিয়া ঘরে,
ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে।
সেই সোনামুখ গোলগাল হাত সকলি তেমন আছে,
কি জেনি সাপের দংশন পেয়ে মা আমার চলে গ্যাছে।
আপন হসেতে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি–
দাদু ধর–ধর–বুক ফেটে যায়, আর বুঝি নাহি পারি।
এইখানে এই কবরের পাশে, আরও কাছে আয় দাদু,
কথা ক’সনাক, জাগিয়া উঠিবে ঘুম-ভোলা মোর যাদু।
আস্তে আস্তে খুড়ে দেখ্ দেখি কঠিন মাটির তলে,
দীন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে।
ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে,
এমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে।
মজীদ হইছে আজান হাঁকিছে বড় সকরুণ সুর,
মোর জীবনের রোজকেয়ামত ভাবিতেছি কত দুর!
জোড়হাতে দাদু মোনাজাত কর্, ‘আয় খোদা, রহমান,
ভেস্ত নাজেল করিও সকল মৃত্যু-ব্যথিত প্রাণ!’

Sunday, June 5, 2016

গুরুত্বপূর্ণ কিছু মৌলের নাম প্রতীক যোজনী পারমাণবিক সংকেত পারমাণবিক ভর এবং আনবিক ভর

 
1. হাইড্রোজেন-এর প্রতীক H, যোজনী 1, পারমাণবিক সংকেত 1, পারমাণবিক ভর 1 এবং আনবিক ভর 2
2. হিলিয়াম-এর প্রতীক He, যোজনী পারমাণবিক সংকেত 2, পারমাণবিক ভর 4 এবং আনবিক ভর 4

3. লিথিয়াম-এর প্রতীক Li, যোজনী 1, পারমাণবিক সংকেত 3, পারমাণবিক ভর 7 এবং আনবিক ভর 7

4. বেরিলিয়াম-এর প্রতীক Be, যোজনী 2, পারমাণবিক সংকেত 4, পারমাণবিক ভর 9 এবং আনবিক ভর 9

5. বোরন-এর প্রতীক B, যোজনী 3, পারমাণবিক সংকেত 5, পারমাণবিক ভর 11 এবং আনবিক ভর 11

6. কার্বন-এর প্রতীক C, যোজনী 2, 4, পারমাণবিক সংকেত 6, পারমাণবিক ভর 12 এবং আনবিক ভর 12

7. নাইট্রোজেন-এর প্রতীক N, যোজনী 1, 3, 5, পারমাণবিক সংকেত 7, পারমাণবিক ভর 14 এবং আনবিক ভর 28

8. অক্সিজেন-এর প্রতীক O, যোজনী 2, পারমাণবিক সংকেত 8, পারমাণবিক ভর 16 এবং আনবিক ভর 32

9. ফ্লোরিন-এর প্রতীক F, যোজনী 1, পারমাণবিক সংকেত 9, পারমাণবিক ভর 19 এবং আনবিক ভর 38

10. নিয়ন-এর প্রতীক Ne, যোজনী 0, পারমাণবিক সংকেত 10, পারমাণবিক ভর 20 এবং আনবিক ভর 20

11. সোডিয়াম-এর প্রতীক Na, যোজনী 1, পারমাণবিক সংকেত 11, পারমাণবিক ভর 23 এবং আনবিক ভর 23

12. ম্যাগনেসিয়াম-এর প্রতীক Mg, যোজনী 2, পারমাণবিক সংকেত 12, পারমাণবিক ভর 24 এবং আনবিক ভর 24

13. অ্যালুমিনিয়াম-এর প্রতীক Al, যোজনী 3, পারমানবিক সংকেত 13, পারমাণবিক ভর 27 এবং আনবিক ভর 27

14. সিলিকন-এর প্রতীক Si, যোজনী 4, পারমাণবিক সংকেত 14, পারমাণবিক ভর 28 এবং আনবিক ভর 28

15. ফসফরাস-এর প্রতীক P, যোজনী 3, 5, পারমাণবিক সংকেত 15, পারমাণবিক ভর 31 এবং আনবিক ভর 31

16. সালফার-এর প্রতীক S, যোজনী 2, 4, 6, পারমাণবিক সংকেত 16, পারমাণবিক ভর 32 এবং আনবিক ভর 32

17. ক্লোরিন-এর প্রতীক Cl, যোজনী 1, পারমাণবিক সংকেত 17, পারমাণবিক ভর 35.5 এবং আনবিক ভর 71

18. আর্গন-এর প্রতীক Ar, যোজনী 0, পারমাণবিক সংকেত 18, পারমাণবিক ভর 40 এবং আনবিক ভর 40

19. পটাসিয়াম-এর প্রতীক K, যোজনী 1, পারমাণবিক সংকেত 19, পারমাণবিক ভর 39 এবং আনবিক ভর 39

20. ক্যালসিয়াম-এর প্রতীক Ca, যোজনী 2, পারমাণবিক সংকেত 20, পারমাণবিক ভর 40 এবং আনবিক ভর 40

21. স্ক্যাডিয়াম-এর প্রতীক Sc, যোজনী 3, পারমাণবিক সংকেত 21, পারমাণবিক ভর 45 এবং আনবিক ভর 45

22. টাইটিনিয়াম-এর প্রতীক Ti, যোজনী 3, 4, পারমাণবিক সংকেত 22, পারমাণবিক ভর 48 এবং আনবিক ভর 48

23. ভ্যানডিয়াম-এর প্রতীক V, যোজনী 2, 3, 4, 5, পারমাণবিক সংকেত 23, পারমাণবিক ভর 50 এবং আনবিক ভর 50

24. ক্রোমিয়াম-এর প্রতীক Cr, যোজনী 2, 3, 6, পারমাণবিক সংকেত 24, পারমাণবিক ভর 52 এবং আনবিক ভর 52

25. ম্যাঙ্গানিজ-এর প্রতীক Mn, যোজনী 2, 4, পারমাণবিক সংকেত 25, পারমাণবিক ভর 55 এবং আনবিক ভর 55

26. আয়রন-এর প্রতীক Fe, যোজনী 2, 3, পারমাণবিক সংকেত 26, পারমাণবিক ভর 56 এবং আনবিক ভর 56

27. কোবাল্ট-এর প্রতীক Co, যোজনী 2, 3, পারমাণবিক সংকেত 27, পারমাণবিক ভর 59 এবং আনবিক ভর 59
28. নিকেল-এর প্রতীক Ni, যোজনী 2, পারমাণবিক সংকেত 28, পারমাণবিক ভর 59 এবং আনবিক ভর 59

29. কপার-এর প্রতীক Cu, যোজনী 1, 2, পারমাণবিক সংকেত 29, পারমাণবিক ভর 63.5 এবং আনবিক ভর 63.5

30. জিংক-এর প্রতীক Zn, যোজনী 2, পারমাণবিক সংকেত 30, পারমাণবিক ভর 65 এবং আনবিক ভর 65

31. গ্যালিয়াম-এর প্রতীক Ga, যোজনী 3, পারমাণবিক সংকেত 31,
পারমাণবিক ভর 68 এবং আনবিক ভর 68
32. জার্মেনিয়াম-এর প্রতীক Ge, যোজনী 4, পারমাণবিক সংকেত , পারমাণবিক ভর 32>73 এবং আনবিক ভর 73

33. আর্সেনিক-এর প্রতীক As, যোজনী 3, পারমাণবিক সংকেত 33,
পারমানবিক ভর 75 এবং আনবিক ভর 75
34. সেলিনিয়াম-এর প্রতীক Se, যোজনী 4, 6, পারমাণবিক সংকেত 34, পারমাণবিক ভর 79 এবং আনবিক ভর 79

35. ব্রোমিন-এর প্রতীক Br, যোজনী 1, পারমাণবিক সংকেত 35, পারমাণবিক ভর 80 এবং আনবিক ভর 160

36. ক্রিপটন-এর প্রতীক Kr, যোজনী 0, পারমাণবিক সংকেত 36, পারমাণবিক ভর 84 এবং আনবিক ভর 84

37. স্ট্রনসিয়াম-এর প্রতীক Sr, যোজনী 2, পারমাণবিক সংকেত 37, পারমাণবিক ভর 87.62 এবং আনবিক ভর 88

38. জিরকোনিয়াম-এর প্রতীক Zr, যোজনী 4, পারমাণবিক সংকেত 40, পারমাণবিক ভর >91 এবং আনবিক ভর 91

39. মলিবডেনাম-এর প্রতীক Mo, যোজনী 2, 6, পারমাণবিক সংকেত 
42, পারমাণবিক ভর 96 এবং আনবিক ভর 96
40. টেকনিসিয়াম-এর প্রতীক Te, যোজনী 1, 7, পারমাণবিক সংকেত 43, পারমাণবিক ভর 99 এবং আনবিক ভর 99

41. বোডিয়াম-এর প্রতীক Rh, যোজনী 1, পারমাণবিক সংকেত 45, পারমাণবিক 103 এবং আনবিক ভর 103

42. ট্যালাডিয়াপম-এর প্রতীক Pd, যোজনী 2, 4, পারমাণবিক সংকেত 46, পারমাণবিক ভর 106.4 এবং আনবিক ভর 106

43. সিলভার-এর প্রতীক Ag, যোজনী 1, পারমাণবিক সংকেত 47, পারমাণবিক ভর 108 এবং আনবিক ভর 108

44. ক্যাডমিয়াম-এর প্রতীক Cd, যোজনী 2, পারমাণবিক সংকেত 48, পারমাণবিক ভর 112.4 এবং আনবিক ভর 112

45. ইনন্ডিয়াম-এর প্রতীক In, যোজনী 3, পারমাণবিক সংকেত 49, পারমাণবিক ভর 115 এবং আনবিক ভর 115

46. টিন-এর প্রতীক Sn, যোজনী 2, 4, পারমাণবিক সংকেত 50, পারমাণবিক ভর 119 এবং আনবিক ভর 119

47. আন্টিমনি-এর প্রতীক Sb, যোজনী 3, 5, পারমাণবিক সংকেত 51, পারমাণবিক ভর 112 এবং আনবিক ভর 112

48. আয়োডিন-এর প্রতীক I, যোজনী 1, পারমাণবিক সংকেত 53, পারমাণবিক ভর 127 এবং আনবিক ভর 254

49. জেনন-এর প্রতীক Xe, যোজনী 0, পারমাণবিক সংকেত 54, পারমাণবিক ভর 131 এবং আনবিক ভর 131

50. সিজিয়াম-এর প্রতীক Cs, যোজনী 1, পারমাণবিক সংকেত 55, পারমাণবিক ভর 133 এবং আনবিক ভর 133

51. বেরিয়াম-এর প্রতীক Ba, যোজনী 2, পারমাণবিক সংকেত 56, পারমাণবিক ভর 137 এবং আনবিক ভর 137
52. প্লাটিনাম-এর প্রতীক Pt, যোজনী 4, পারমাণবিক সংকেত 78, পারমাণবিক ভর 195 এবং আনবিক ভর 195

53. গোল্ড-এর প্রতীক Au, যোজনী 1, 3, পারমাণবিক সংকেত 79, পারমাণবিক ভর 197 এবং আনবিক ভর 197

54. মার্কারী-এর প্রতীক Hg, যোজনী 1, 2, পারমাণবিক সংকেত 80, পারমাণবিক ভর 200 এবং আনবিক ভর 200

55. লেড-এর প্রতীক Pb, যোজনী 2, 4, পারমাণবিক সংকেত 82, পারমাণবিক ভর 207 এবং আনবিক ভর 207

56. ইরেনিয়াম-এর প্রতীক U, যোজনী 3, 4, 5, 6, পারমাণবিক সংকেত 92, পারমাণবিক ভর 238 এবং আনবিক ভর 238.