Saturday, June 11, 2016

বাংলা ১ম পত্রের ‘লাল গরুটা’ গল্প


১. নিধিরামের বউ কেমন পরিবারের মেয়ে?
ক. গরিব খ. চাষি
গ. চাকরিজীবী ঘ. ব্যবসায়ী

২. ‘লাল গরুটার সাদা সরল মন’—এ কথা দ্বারা বোঝানো হয়েছে—
ক. গরুটি বুদ্ধিমান খ. গরুটি বয়সে বৃদ্ধ
গ. গরুটি শান্ত মেজাজের
ঘ. গরুটি অত সব বোঝে না

৩. সত্যেন সেনের জন্ম কত খ্রিষ্টাব্দে?
ক. ১৯০৭ খ্রিষ্টাব্দে খ. ১৯০৮ খ্রিষ্টাব্দে
গ. ১৯০৯ খ্রিষ্টাব্দে ঘ. ১৯১০ খ্রিষ্টাব্দে

৪. সত্যেন সেন কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ঢাকার কেরানীগঞ্জ থানায়
খ. চাঁদপুরের ফরিদগঞ্জ থানায়
গ. বিক্রমপুরের টঙ্গীবাড়ি থানায়
ঘ. বিক্রমপুরের শ্রীনগর থানায়

৫. লাল গরুটা গল্পের লেখক কে?
ক. শওকত ওসমান খ. বনফুল
গ. সত্যেন সেন ঘ. এস ওয়াজেদ আলী

৬. সত্যেন সেনের গ্রামের নাম কী?
ক. শ্যামনগর খ. সোনারং
গ. সোনারগাঁও ঘ. সাতরং

৭. নোবেল বিজয়ী অমর্ত্য সেন সত্যেন সেনের কী হন?
ক. ভাগনে খ. মামা
গ. বড় ভাই ঘ. চাচা

৮. সত্যেন সেন দীর্ঘ সময় ব্যয় করেছেন কোন কাজে?
ক. মাঝিদের উন্নয়নে খ. শ্রমিকদের উন্নয়নে
গ. জেলেদের উন্নয়নে ঘ. কৃষকদের উন্নয়নে

৯. শিশুদের বিজ্ঞানমনস্ক করেছেন কে?
ক. মনমোহন সেন খ. মুরারীমোহন সেন
গ. সত্যেন সেন ঘ. অমর্ত্য সেন

১০. সত্যেন সেন উপন্যাস লিখেছেন কতটি?
ক. ১৫টি খ. ১৬টি গ. ১৭টি ঘ. ১৮টি

১১. সত্যেন সেন একুশে পদক লাভ করেন কখন?
ক. মৃত্যুর পর খ. বিদেশে অবস্থানকালে
গ. ছাত্রাবস্থায় ঘ. কর্মজীবনে

১২. সত্যেন সেন মারা যান কত সালে?
ক. ১৯৮১ সালে খ. ১৯৮২ সালে
গ. ১৯৮৩ সালে ঘ. ১৯৮৪ সালে

১৩. সত্যেন সেন একই বছর কোন দুটি পুরস্কার লাভ করেন?
ক. বাংলা একাডেমি ও স্বাধীনতা পুরস্কার
খ. বাংলা একাডেমি ও আদমজী পুরস্কার
গ. আদমজী ও একুশে পদক
ঘ. বাংলা একাডেমি ও একুশে পদক

১৪. সত্যেন সেন একুশে পদক লাভ করেন কত সালে?
ক. ১৯৮৮ সালে খ. ১৯৮৬ সালে
গ. ১৯৮৫ সালে ঘ. ১৯৭৪ সালে

১৫. সত্যেন সেন মরণোত্তর কোন পদক লাভ করেন?
ক. বেগম রোকেয়া স্বর্ণপদক
খ. নাসিরউদ্দিন স্বর্ণপদক
গ. একুশে পদক
ঘ. বাংলা একাডেমি পুরস্কার

১৬. ‘কসাই’ কারা?
ক. যারা খুব নিষ্ঠুর খ. যাদের আচরণ খুব খারাপ
গ. যারা গবাদিপশু জবাই করে
ঘ. যারা দর-কষাকষি করে

১৭. ‘যারা কোনো কাজের নয়’—এককথায় তাদের কী বলে?
ক. কেজো খ. নির্বোধ
গ. অলস ঘ. অকর্মা

১৮. ‘সটান’ মানে কী?
ক. সোজাসুজি খ. বিরতিহীন
গ. টানাটানি ঘ. আড়াআড়ি

১৯. এক ক্রোশে কত মাইল?
ক. তিন মাইল খ. দুই মাইলের কিছু বেশি
গ. এক মাইলের কিছু বেশি ঘ. এক মাইল

২০. ৮০০০ হাতে কতখানি দূর?
ক. তিন ক্রোশ খ. এক ক্রোশ
গ. চার মাইলের কিছু বেশি পথ ঘ. এক মাইল

২১. ‘তেজস্বী’ শব্দের সঠিক বাক্যরূপ কোনটি?
ক. আমি প্রতিদিন খাঁটি ও তেজস্বী খাবার খাই
খ. আমাকে একটু তেজস্বী খাবার দাও
গ. তেজস্বী বলরাম যেন ঠান্ডা জল হয়ে গেল
ঘ. লাল গরুটা তেজস্বী রং।

সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
লাল গরুটা
১. খ ২. ঘ ৩. ক ৪. গ ৫. গ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ক ১১. ক ১২. ক ১৩. খ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. গ

0 comments:

Post a Comment