Wednesday, June 8, 2016

বিজ্ঞানের যত আবিস্কার ও আবিস্কারক

জ্ঞানের যত আবিস্কার ও আবিস্কারক


  1. কোষ আবিষ্কার করেন- রবার্ট হুক
  2. হোমিওপ্যাথির আবিস্কারক- এফ সি এফ হ্যানিমেন
  3. বসন্তের টিকা- এডওয়ার্ড জেনার
  4. অনুবীক্ষণ যন্ত্রের আবিস্কারক- লিউয়েন হুক
  5. মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা- এপিকালাচার
  6. মত্ চাষ বিষয়ক বিদ্যা- পিসিকালচার
  7. পাখিপালন বিদ্যা হল- এভিকালচার
  8. রেশম চাষ বিষয়ক বিদ্যা হল- সেরিকালচার
  9. কীটপতঙ্গ বিদ্যা- এন্টামোলজি
  10. বাস্তুসংস্থান বিদ্যা- ইকোলজি
  11. হাড় বিষয়ক চিকিত্সা বিঞ্জাণ- অস্টোলজি
  12. শারীরবিদ্যা- এনাটোমি
  13. রোগ জীবানু তত্ত্ব উদ্ভাবন করেন- লুইপাস্তুর
  14. পেনিসিলিয়াম আবিস্কার করেন- আলেক জেন্ডার ফ্লেমিং
  15.  পোলিও টিকার আবিস্কার করেন- জোনাস সক
  16.  জোনাস সক যুক্ত রাষ্ট্রের La Zola শহরে মারা যান
  17.  যক্ষা রোগের জীবানু আবিস্কার করেন- রবার্ট কখ্/
  18.  কৃত্রিম জিন আবিস্কার করেন- হরগোবিন্দ খোরানা
  19. ব্যাকটেরিয়া আবিস্কার করেন- লিউয়েন হুক
  20. বংশগতির জনক- মেন্ডেল
  21. প্রাণিজগতের উত্পত্তি বংশসম্বন্ধীয় বিদ্যাকে বলে- জেনেটিক্স
  22. বিবর্তন সম্পর্কিত বিদ্যা হল- ইভোলিউশন
  23. পাখি সম্পর্কিত বিদ্যা হল- অরনেথোলজি
  24. শৈবাল সম্পর্কিত বিদ্যা হল- ফাইকোলজি
  25. ছত্রাক সম্পর্কিত বিদ্যা হল- মাইকোলজি

0 comments:

Post a Comment